শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আরবের সঙ্গে মিল রেখে কয়েকশ গ্রামে ঈদ

| প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০১৮ | ১০:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম: সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামসহ দেশের ফরিদপুর, বরগুনা, ভোলা, দিনাজপুরসহ বিভিন্ন জেলার কয়েকশ গ্রামে মঙ্গলবার কোরবানির ঈদ উদযাপিত হচ্ছে।

বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ঈদ উদযাপন করবেন বুধবার। তবে এসব গ্রামে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া শাহ্‌সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারী সহ বিভিন্ন পীরের অনুগতরা বরাবরই রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে।

জাহাঁগিরিয়া শাহ্‌সুফি মমতাজিয়া দরবার শরীফ সূত্রে জানা যায়, চার মাযহাবের সমন্বিত গ্রন্থ ‘আল ফিকাহ আলা মাযাহিবিল আরবায়া’ নামক গ্রন্থের ভাষ্য মতে–পৃথিবীর যে কোন প্রান্তে চাঁদ দেখা গেছে খবর পাওয়া গেলে সকল স্থানেই উক্ত চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ পালিত হবে। এ চাঁদ নিকটবর্তী দেশে দেখা যাক বা দূরবর্তী দেশে দেখা যাক এতে কোন পার্থক্য নেই। তবে চাঁদ দেখার সংবাদ নির্ভরযোগ্য পদ্ধতিতে অন্যদের নিকট পৌঁছাতে হবে।

সে অনুসারে চন্দনাইশ জাহাঁগিরিয়া ও সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা আড়াই’শ বছরের অধিক সময় কাল ধরে এদেশে আগাম ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।

দরবার শরীফের অনুসারীরা যে সব গ্রামে আগাম কোরবানির ঈদ পালন করার প্রস্তুতি গ্রহণের খবর পাওয়া গেছে সেসব এলাকাগুলো হলো– চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চন নগর, জুনিগোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, স্টেশন রোড, দিঘির পাড়, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, হারালা, সাতবাড়িয়া, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, বাঁশখালী উপজেলার জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারা, মিরিঞ্জিরিতলা, ছনুয়া, সাধনপুর, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ, খরণদ্বীপ, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া, আমিরাবাদ, চুনতি, পুটিবিলা, উত্তর শুকছড়ি, আধুনগর, সাতকানিয়া উপজেলার মির্জাখিল, বাংলাবাজার, চরতি, মৈইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরানগর, মালেয়াবাদ।

এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, মীরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়ায়ও আগাম ঈদ পালন করা হবে বলে জাহাঁগিরিয়া দরবার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

মঙ্গলবার সকালে জামাতে নামাজ আদায় ও পশু জবাইয়ের মাধ্যমে ঈদুল আযহা পালিত হচ্ছে বলে জানিয়েছেন চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর জাহাগিঁরিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা মতি মিয়া মনসুর।