ক্রীড়া ডেস্ক : শুধু কোচিং স্টাফই নয়, দলের ম্যানেজমেন্টেও বরসড় পরিবর্তন আনা হয়েছে বিরাট কোহলির দলে । সাবেক চেয়ারম্যান অমৃত থমাসকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সঞ্জীব চুরিওয়ালাকে। বিদায় নিচ্ছেন প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি, ব্যাটিং ও ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। শুধু রেখে দেওয়া হয়েছে গত বছরই বোলিং মেন্টর হিসেবে দলের সঙ্গে যোগ দেওয়া আশিষ নেহরাকে। যদিও এই পরিবর্তনের সঙ্গে ক্রিকেটের কোনো যোগ নেই। কিন্তু ক্রিকেটের এই বিরাট পরিবর্তনের পেছনে এটাকেই মূল কারণ বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ আইপিএলের ১১তম আসরে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জয় পেয়েছিল আরসিবি। দলটি টুর্নামেন্ট শেষ করে ষষ্ঠ হয়ে। গড়পড়তা এমন পারফরম্যান্সের পর সমালোচনার মুখেই পড়তে হয়েছে ম্যানেজমেন্টকে। যার জেরে ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে এবার কোচিং স্টাফদের পুরোপুরি রদবদল করছে বেঙ্গালুরু।
ভারতীয় সংবাদমাধ্যম বেঙ্গালুরু মিররের বরাতে জানা গেছে, বিরাট কোহলির পছন্দ অনুযায়ীই নতুন কোচিং স্টাফ নিয়োগ দিবে আরসিবি। এই অবস্থায় প্রধান কোচ কে হবেন, তা নিয়েও শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আরসিবির পরবর্তী কোচ হিসেবে সবার আগে রয়েছে গ্যারি কারস্টেনের নাম। সাবেক এই দক্ষিণ আফ্রিকান কোচের হাত ধরে ২০১১তে ঘরের মাঠে বিশ্বকাপ পুনরুদ্ধার করেছিল ভারত। এ ছাড়া শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের নামও।
শুধু আরসিবিতেই নয় পরিবর্তন বা ছেঁটে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোতেও। আইপিএলের ১২তম আসরকে সামনে রেখে কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ ব্র্যাড হজকে বিদায় দিয়ে দিয়েছে মালিকপক্ষ। এ ছাড়া নির্বাসন কাটিয়ে আইপিএলে ফেরা রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে শেন ওয়ার্নের।
গত ১১ আসরে তিনবার শিরোপা ছোঁয়ার কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিরাট কোহলির দলকে।