শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিয়ের পিঁড়িতে নিক-প্রিয়াঙ্কা

| প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০১৮ | ৪:২৭ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : আর কয়েক দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন নিক-প্রিয়াঙ্কা। ইতোমধ্যে মুম্বাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পারিবারিকভাবে তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়।

গত জুলাইয়ে প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। তখনই নিকের দেওয়া আংটি অনামিকায় পরে নেন প্রিয়াঙ্কা।

তবে পরিবার-পরিজন নন, সেই সময়েই প্রিয়াঙ্কার বিয়ের ভবিষ্যৎবাণী করেছিল তার ভাগ্যরেখা, তেমনই দাবি বিখ্যাত জ্যোতিষীর। আজ থেকে ১৩ বছর আগেই নাকি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে, প্রিয়াঙ্কার বিয়ে হবে ৩৬ বছর বয়সেই।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০০৫ সালে ফিল্মফেয়ার বিনোদন ম্যাগাজিনে জ্যোতিষী সঞ্জয় বি জুমানি জানান, ৩৬ বছর বয়সেই বিয়ে হবে প্রিয়াঙ্কা চোপড়ার। জুমানির ভবিষ্যদ্বাণী মিলিয়ে এই বছরই বিয়ে করছেন প্রিয়াঙ্কা।

জ্যোতিষী সঞ্জয় জুমানি জানিয়েছেন, প্রিয়াঙ্কার নিউমারোলজি সংখ্যা ৯। যাদের নিউমারোলজি সংখ্যা ৯, তাদের সহায় থাকে মঙ্গল। যেকোনো জায়গায় নেতৃত্ব দিতে তারা দক্ষ। আর তাই প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউড পেরিয়ে হলিউডেও প্রবেশ করে সেখানেও নিজের রাজত্ব গড়ে তুলছেন প্রিয়াঙ্কা।

একুশে/এসএইচ/এটি