শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

৪ মেডিক্যাল কলেজ নির্মানের অনুমোদন মিলল

| প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৮ | ৭:২৯ অপরাহ্ন

ঢাকা: নতুন চারটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। মাগুরা, নওগাঁ, নীলফামারী ও নেত্রকোনায় এসব মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে। খবর বাসস। এ ছাড়া চাঁদপুরে মেডিক্যাল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইতোমধ্যে নতুন চার মেডিক্যাল কলেজের অবকাঠামো উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে অন্তত আড়াই শ শিক্ষার্থী নবনির্মিত চার মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

তাছাড়া আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় ঢাকার শাহবাগে ৫০০ শয্যার নতুন একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।

রবিবার (২৬আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এইসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তবে তাদের প্রত্যেককে তিন বছর করে গ্রামে থাকতে হবে।

এসময় সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে/এসএইচ/এটি