রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পিএসজির দুর্দান্ত জয়

| প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৮ | ৮:০৭ অপরাহ্ন

ঢাকা : শুরু থেকেই মাঠে আধিপত্য দেখিয়েছে পিএসজি। চোট কাটিয়ে দলে ফেরা এডিনসন কাভানির ধারাবাহিক ছিলেন কাইলিয়ান এমবাপ্পে ও নেইমার।

অ্যাঙ্গার্সের বিপক্ষে দুর্দান্ত জয়ে টেবিলের শীর্ষস্থান অটুট রেখেছে পিএসজি। ম্যাচের ১২ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন কাভানি। নেইমারের নেয়া শট প্রতিপক্ষ রক্ষণের খেলোয়াড়ের গায়ে লেগে ফেরত এলে সুযোগ কাজে লাগান উরুগুয়ে তারকা।

ম্যাচের ২২ মিনিটে মিডফিল্ডার থমাস মানগানির স্পটকিকে সমতায় ফেরে অতিথিরা। পরে ৫১ মিনিটে পিএসজিকে আবারও এগিয়ে দেন এমবাপ্পে। ডি মারিয়ার ক্রসে বল পেয়ে ভলিতে জাল খুঁজে নেন ফ্রেঞ্চ তারকা।

এরপর ৬৬ মিনিটের মাথায় বক্সের মধ্য থেকে এমবাপ্পের দেয়া পাসে গোল করেন নেইমার।

শনিবার অ্যাঙ্গার্সকে ৩-১ গোলে হারিয়ে এখন তিন ম্যাচে ৯ পয়েন্ট ফরাসি জায়ান্টদের।

একুশে/এসএইচ/এটি