শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শাহ আমানতে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

| প্রকাশিতঃ ২৮ অগাস্ট ২০১৮ | ৫:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ । এসময় গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ৮ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. শাহজাহান প্রকাশ শাহাদাৎ হোসেন হৃদয় (২২), রাহেদ হোসাইন (২০) ও টিপু সুলতান হায়দার (২২)। পলাতক রয়েছেন-টেকনাফ পল্লানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাকিল (২২) ও মো. আব্দুল্লাহ।

সোমবার (২৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রপ্তার করে।

নগর পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কক্সবাজার থেকে কিছু ইয়াবা নিয়ে পাঁচজন চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে এমন সংবাদ পেয়ে আমরা সোমবার রাতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালাই। অভিযানে তিনজনকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হলেও বাকি দুজন পালিয়েছে ।

একুশে/এসএইচ/এটি