রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ শনিবার থেকে শুরু

| প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০১৮ | ৩:৫১ অপরাহ্ন

ঢাকা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট আগামী ১ সেপ্টেম্বর নেত্রকোনার বারহাট্টা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‍শুরু হচ্ছে।

এ বছরের টুর্নামেন্টের জন্য ১৫ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। গত আট বছর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল।

জানা গেছে, মোট চার ধাপের টুর্নামেন্টে সাড়ে পাঁচ হাজার দলের সোয়া লাখ অনূর্ধ্ব-১৭ বছরের খেলোয়াড় অংশগ্রহণ করবেন। ৮ বিভাগের চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্ব খেলবে ঢাকায়।

বুধবার (২৯ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার জানান, ‘এ বছরের টুর্নামেন্টের জন্য ১৫ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।’ বাছাইকৃত ৪০ জন প্রতিভাবান ফুটবলারকে প্রশিক্ষণের জন্য বাফুফের হাতে কিংবা ভর্তিযোগ্য হলে বিকেএসপিতে দেয়া হবে।

একুশে/এসএইচ/এটি