৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) একাধিক সূত্র প্রথম অলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
পিএসসি সূত্র জানায়, সম্প্রতি কমিশনের সভায় ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারণ হয়।
সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষায় আড়াই লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন।
পিএসসি সূত্র জানায়, পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ আনা নিষিদ্ধ থাকবে। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয়সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে। কারও কাছে এগুলো পাওয়া পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
সাধারণ ক্যাডারে ৪৬৫ জনসহ মোট ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়ার জন্য ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।