শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সেবা-প্রদর্শনী চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

| প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০১৮ | ৭:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো (বাইমক্স) প্রদর্শনী নগরের জিইসি কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) শুরু হয়েছে।

শিপ রিসাইক্লিং, অফশোর, অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট, শিপিং, লজিস্টিক অ্যান্ড পোর্ট, ফিশিং ভ্যাসেল, ফিশারি ও শিপ বিল্ডিং খাতের নানা বিষয়ে ১৪ দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা নিয়ে এ প্রদর্শনী শুরু হয়। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাইমক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান বদরুল আলম খান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা শিপ ইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর আনিসুর রহমান মোল্লা। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনীর আয়োজক স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।

একুশে/এসএইচ