রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু শনিবার

প্রকাশিতঃ ৭ সেপ্টেম্বর ২০১৮ | ১০:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হতে যাচ্ছে।

আগামীকাল শনিবার বিকেল ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নস্থ ইছানগর মেরিন ফিশারীজ একাডেমী মাঠে টুর্নামেন্টটি উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে চরপাথরঘাটা ইউনিয়ন একাদশ ও বড়উঠান ইউনিয়ন একাদশ।

কর্ণফুলী উপজেলায় পাঁচটি ইউনিয়ন নিয়ে ৫টি দল গঠিত হয়েছে। ইউনিয়নগুলো হলো- চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা, বড়উঠান ও চরলক্ষা। ১৪ সেপ্টেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

টূর্ণামেন্ট পরিচালনা কমিটির পৃষ্ঠপোষক ও কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ইতোমধ্যে আমরা টুর্ণামেন্ট শুরু করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। টুর্ণামেন্ট ঘিরে এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে।

‘এই টুর্ণামেন্টের মাধ্যমে ২০ জন ভালো খেলোয়াড় বাছাই করা হবে, যার মাধ্যমে আমরা একটি উন্নত মানের কর্ণফুলী উপজেলা ফুটবল দল গঠন করতে চাই’।

টুর্ণামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান।