শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নতুন ফিচার বাইক রয়্যাল এনফিল্ড আসছে

| প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৮ | ৮:১৫ অপরাহ্ন

ভারতে তরুণদের কাছে ভীষণ জনপ্রিয় রয়েল এনফিল্ড। গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একের পর এক নতুন ফিচারের বাইক নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড। থান্ডারবার্ড, ক্লাসিক ৩৫০, হিমালয়ানের মতো আকর্ষণীয় বাইকের পর আরও একটা নতুন বাইক নিয়ে এলো প্রতিষ্ঠানটি।

ভারতে রয়েল এনফিল্ডের নতুন দুই ইঞ্জিনের বাইক রয়েল এনফিল্ড। মডেল কন্টিনেন্টাল জিটি ৬৫০। এতে প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৬৪৯ সিসির শক্তিশালী ইঞ্জিনকে অনেকে ভি ইঞ্জিন নামেও চেনেন। সাধারণত স্পোর্টস, রেসিং বাইকে বা ক্রুজার বাইকে এই এই ধরনের টুইন ইঞ্জিন ব্যবহৃত হয়। বাইকটিতে রয়েছে টুইন শক অ্যাবসর্বার, ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। সঙ্গে রয়েছে এবিএস সিস্টেম। বাইকেটির দাম ৪ লাখ রুপি।এর ওজন ১৯৮ কিলোগ্রাম।
আধুনিক ও সাবেকি ধাঁচের মিশেলে তৈরি করা হচ্ছে কন্টিনেন্টাল ৬৫০ মডেলটি।