চট্টগ্রাম : আজ (১ অক্টোবর) একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের মা হাজি জাহান আরা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী।
স্ট্রোকে আক্রান্ত হয়ে ২০১৩ সালের এই দিনে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সেসময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবর জেয়ারতের আয়োজন করা হয়েছে।
প্রয়াতের আত্মার শান্তি কামনায় আয়োজিত এসব কর্মসূচিতে শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য তাঁর কনিষ্ঠ সন্তান সাংবাদিক আজাদ তালুকদার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, জাহান আরা বেগম দক্ষিণ রাঙ্গুনিয়ার অন্যতম প্রাচীন শিক্ষিতজন, কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এর উর্ধ্বতন কর্মকর্তা প্রয়াত হাজি খায়ের আহমেদ তালুকদারের সহধর্মিণী।
সত্তরের দশকের পর চারদেয়ালে যখন বন্দি নারীজীবন, ঘর থেকে নারীদের বের হওয়াকেই যেখানে ‘অন্যায়’ এবং ‘পাপ’ হিসেবে বিবেচনা করা হতো তখনই জাহান আরা বেগম জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে নারীমুক্তি, নারীঅধিকারের কথা বলেছেন। ৭০ থেকে একটানা ১৫ বছর তিনি পদুয়া ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেন।
একুশে/এসসি