রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

কোরিয়ায় দূতাবাসের আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের ‘উন্নয়ন মেলা’

| প্রকাশিতঃ ২ অক্টোবর ২০১৮ | ৮:৫৯ অপরাহ্ন

‘উন্নয়ন মেলা’ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ‘বাংলাদেশের উন্নয়নে দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্ভাব্য ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান আয়োজনে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশী স্টুডেন্টস এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে)’ দূতাবাসকে সার্বিক সহযোগিতা প্রদান করে। রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার সূচনা বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। এ সময় তিনি দেশের উন্নয়নের জন্য বিদেশী শিক্ষায় শিক্ষিতদের আরো জোরালো ভূমিকা রাখার আহবান জানান। সূচনা বক্তব্যের পর তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে আলোচনা উপস্থাপনের আহ্বান জানান।

বক্তারা শিল্প ও বাণিজ্য, গবেষণা, আইটি গবেষণা, শিক্ষা, বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ ও পর্যটন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যকার সাংস্কৃতিক পার্থক্য, কৃষি, জীববিজ্ঞান সংক্রান্ত গবেষণা ও নারীদের ভুমিকা ইত্যাদি বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বক্তব্যে বাংলাদেশ এবং কোরিয়ার শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, গবেষণা, উন্নয়ন ইত্যাদি বিষয় উঠে আসে। শিক্ষা ক্ষেত্রে কোরিয়ার সাথে আরো নিবিড়তর সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন তারা।

বক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন। এরপর শিক্ষার্থীরা আলোচ্য বিষয়ের উপর তাদের মতামত এবং প্রশ্ন তুলে ধরেন।

রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। আটটি বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন আলোচকবৃন্দ।

আলোচনায় কৃষি উন্নয়ন নিয়ে ছনবুক ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এবং বাংলাদেশের উপজেলা কৃষি অফিসার শামীম আহমেদ, কোরিয়ানদের বাংলাদেশে বিনিয়োগ ও পর্যটনে উন্নয়ন বিষয়ে বাংলাদেশ কাস্টমসের ডেপুটি কমিশনার এবং কইকা ফেলো আদেব বিল্লাহ, শিক্ষা ও উন্নয়ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোরিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সাইফুল হক ফারুকি, আইটি গবেষণা ও উন্নয়ন নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং পিএইচডি গবেষক মোহাম্মদ আজম খান, বাংলাটেলিগ্রাফ সসম্পাদক সরওয়ার কামাল, গবেষণা উন্নয়ন নিয়ে জিস্টের রিসার্চ ফেলো ডঃ মোঃ শামসুদ্দিন আহমেদ, কোরিয়া ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির পোস্ট ডক্টোরাল ফেলো ড. তনুজা দাস এবং বাংলাদেশ ও কোরিয়ার সাংস্কৃতিক পার্থক্য বিষয়ে ড. গোলাম হাফিজ বক্তব্য রাখেন।