শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

টেকনাফে সাড়ে ১৪ লাখ ইয়াবাসহ আটক ৩৩

| প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০১৮ | ৭:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফে ইয়াবার বড় চালানসহ তেত্রিশজনকে আটক করেছে টেকনাফ ২ ব্যাটালিয়নের বিজিবির একটি দল।

বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বর্ডার র্গাড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আছাদুদ-জামান চৌধুরী।

বিজিবির দাবি গত সেপ্টেম্বর মাসেই ১৪ লাখ ২৪ হাজার ৬৮৯ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এছাড়া বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

এ প্রসঙ্গে টেকনাফ ২ বর্ডার র্গাড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন,‘মিয়ানমার থেকে জল পথে আসা টেকনাফ হয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। এ ব্যাপারে আমরা বরাবরই জিরো টলারেন্স দেখিয়ে আসছি। গত এক মাসে আমাদের পারফরম্যান্সই এর প্রমাণ।

একুশে/এসসি