শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভর্তি তথ্যসেবায় চবি শিক্ষার্থীদের নতুন অ্যাপ

| প্রকাশিতঃ ৪ অক্টোবর ২০১৮ | ৮:৪১ অপরাহ্ন

চবি প্রতিনিধি : ভর্তি পরিক্ষায় অতিরিক্ত ঝামেলা থেকে পরিত্রান পেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১২জন শিক্ষার্থীর সমন্ময়ে গঠিত একটি দল ৬ মাস নিরলস পরিশ্রম করে তৈরি করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি সহয়াতাকারী ‘অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট’ নামের একটি বিশেষ অ্যাপ। বর্তমানে এই অ্যাপটিতে ৩০ টি ফিচার সংযুক্ত করা হয়েছে এবং ডিসেম্বর-জানুয়ারিতে আরও ৩২টি ফিচার সংযুক্ত করার কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার আবেদন থেকে শুরু করে সকল ধরনের তথ্য নিয়ে অনেক সময় শিক্ষার্থী অভিবাবকদের অতিরিক্ত ঝামেলা পোহাতে হয়। অনেক সময় ফেসবুকে একাধিক গ্রুপে ভিত্তিহীন তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয় শিক্ষার্থীদের। ভর্তি সংক্রন্ত এ সকল ঝামেলা থেকে পরিত্রান পেতে এ ধরনের অ্যাপ তৈরি হয়েছে।

এ অ্যাপ দ্বারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ভর্তি ফরম পূরণ, টাকা জমা দেওয়ার তারিখ, প্রবেশ পত্র পাওয়া, পরীক্ষার সিট কোথায় পড়ল, কীভাবে দূরের ক্যাম্পাসে যেতে হবে ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা ও সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে।

এই অ্যাপ দেবে ‘ম্যাপিং’ সুবিধা। এতে পরীক্ষার্থী যে কোনো জায়গা থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কারো সাহায্য ছাড়াই চলে যেতে পারবেন। আরও রয়েছে বাস, ট্রেন টিকেট, এমনকি হোটেল বুকিং করার সুবিধা। দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য অফিস থেকে প্রকাশের ৩০ মিনিটের মধ্যেই এ এ্যাপ পাওয়া যাবে।

অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। অ্যাপটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সাম্প্রতি “জাতীয় ইউনিভেশান হাব” প্রতিযোগিতায় এই অ্যাপটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম এবং বাংলাদেশ সরকারের এক্সেস টু ইনফরমেশন-এর অধীনে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে।

‘অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট’ অ্যাপ নির্মাণ টিমের প্রধান আব্দুল্লাহ আল মামুন একুশে পত্রিকাকে জানান, যখন আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন নানা রকমের সমস্যা আর তথ্য সংকটে পড়তে হয়েছিলো। সে জায়গা থেকেই আমি কিংবা আমাদের এধরনের কাজের উদ্যেগ। অনেক সময় শিক্ষার্থী আর অভিভাবকরা ভর্তি সংক্রান্ত ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত হয়, যার কারণ ফেসবুক ভিত্তিক কিছু গ্রুপ। যেখানে অনেক সময় ভুল তথ্য দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন, এই অ্যাপটির তথ্য সম্পূর্ণ নির্ভুল অর্থাৎ প্রশাসনিক অফিস থেকে যে রকম তথ্য প্রকাশিত হবে ঠিক সেইরকম।

ভবিষ্যত চিন্তাধারা নিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই অ্যাপটিতে কলেজ ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রন্ত তথ্যসেবা দেওয়া হবে। শুধু দেশে নয় দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত তথ্য সেবা এই অ্যাপ থেকে দেওয়া হবে। আমরা আশা করছি আমাদের অ্যাপটি শিক্ষার্থীদের সহায়ক হবে।