ঢাকা : আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরই মধ্যে তিনি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
সূত্রে জানা গেছে, জামায়াত নেতাদের সঙ্গে আসন বণ্টন নিয়ে তারেক রহমানের আলোচনার বিষয়টি বিএনপির সিনিয়র নেতারা অবহিত রয়েছেন। আসন্ন নির্বাচনে জোটগতভাবে অংশ গ্রহণের বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের তৎপরতা চালাতে বলা হয়েছে।
এই আলোচনায় তারেক রহমান জানিয়েছেন যেসব আসনে আগে জামায়াত নির্বাচন করেছে, ওই আসনগুলোতে এবারো তারা নির্বাচন করবেন। তবে যেসব আসনের জামায়াত প্রার্থীরা ইন্তেকাল করেছেন সেসব আসনে তাদের সন্তানরা প্রার্থী হবেন।
একুশে/এসসি