রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে আসন প্রতি লড়ছে ২৬ জন

| প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০১৮ | ৭:৫৬ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির পরীক্ষার আবেদনের সময় শেষ হচ্ছে আজ শনিবার রাতে (১১ টা ৫৯ মিনিট)। শনিবার বিকেল ৫টা ১৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক এবার গড়ে প্রতি আসনে লড়বে প্রায় ২৬ জন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী একুশে পত্রিকাকে জানান, শনিবার বিকেল ৫টা ১৯ মিনিট পর্যন্ত সর্বমোট আবেদন করেছেন ১ লাখ ২৫ হাজার ২৪৯ শিক্ষার্থী।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৪০ হাজার ৫১৩ জন, ‘বি’ ইউনিটে ২৯ হাজার ৩৭৬ জন ও ‘বি১’ উপ-ইউনিটে ১ হাজার ৭১০ জন, ‘সি’ ইউনিটে ১০ হাজার ৮৫৯ জন, ‘ডি’ ইউনিটে ৪০ হাজার ৮৫০ জন এবং ‘ডি১’ উপ-ইউনিটে ১ হাজার ৯৪১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এ হিসাব অনুযায়ী একটি আসনের জন্য লড়বে প্রায় ২৬ জন শিক্ষার্থী।

এবারের ভর্তি পরিক্ষায় ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিট এর মাধ্যমে ৯ টি অনুষদের অধীনে ৫৩ টি বিভাগ/ইনস্টিটিউট (৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে) ৪ হাজার ১৮৯টি সাধারণ ও ৭৩৭টি কোটাসহ সর্বমোট ৪ হাজার ৯২৬টি আসনে অনলাইনে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদের ১৩টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটে সাধারণ আসন ১ হাজার ৩৪৬টি এবং কোটায় ২০৮টি আসনসহ সর্বমোট ১ হাজার ৫৫৪টি আসন, বিজ্ঞান অনুষদে ৫টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটে সাধারণ ৫৪৫টি আসন কোটায় ৯৮টিসহ সর্বমোট ৬৪৩টি আসন, ব্যবসায় প্রশাসন অনুষদে ৬টি বিভাগে সাধারণ ৬৪০টি আসন এবং কোটায় ১১২টিসহ সর্বমোট ৭৫২টি আসন, সমাজ বিজ্ঞান অনুষদে ৯টি বিভাগে সাধারণ ৮১৮টি এবং কোটায় ১৪৩টিসহ সর্বমোট ৯৬১টি আসন, আইন অনুষদে ১টি বিভাগে সাধারণ আসন ৩০টি এবং কোটায় ২২টিসহ সর্বমোট ১৩৭টি আসন, জীববিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে সাধারণ আসন ৪৮৫টি এবং কোটায় ৯২টিসহ সর্বমোট ৫৭৭টি আসন, ইন্জিনিয়ারিং অনুষদের ২টি বিভাগে সাধারণ আসন ১২০টি এবং কোটায় ২১টিসহ সর্বমোট ১৪১টি। শিক্ষা অনুষদের ১টি বিভাগে সাধারণ ৩০টি আসন এবং কোটায় ১৯টিসহ সর্বমোট ৪৬ টি, মেরিন সায়েন্স আ্যান্ড ফিশারিজ অনুষদে ২টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটে সাধারণ ৯০টি এবং কোটায় ২৫টিসহ সর্বমোট ১১৫টি আসন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি-কার্যক্রমের আবেদন শুরু হয়। আগামী ২৭ অক্টোবর থেকে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

একুশে/এটি/আইএস