চবি প্রতিনিধি : নানা সমস্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের মেইন গেইটে তালা দিয়েছে ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা।
সোমবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হলের নানামুখী সমস্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের শিক্ষার্থীরা হল গেইটে তালা দেয়। পরে প্রভোষ্ট বরাবর নানাবিধ সমস্যার সমাধান চেয়ে অভিযোগপত্র জমা দেয় শিক্ষার্থীরা।
আবাসিক হলের শিক্ষার্থীরা জানা যায়, দীর্ঘদিন ধরে আলাওল হলে নানা সমস্যায় জর্জরিত থাকলেও প্রশাসন এই সমস্যা সমাধানের কোন পদক্ষেপ নিচ্ছে না। আলাওল হলের সমস্যা সমাধানের জন্য আমরা আগামী রবিবারের পর্যন্ত অল্টিমেটাম দিয়েছি।
অভিযোগ পত্রের সমস্যাগুলো হলো- অসাস্থকর ও নিম্নমানের খাবার পরিবেশন, আবাসিক হলে সাপের উপদ্রব বৃদ্ধি, ওয়াসরুমের দরজা এবং নলগুলো ভাঙ্গা, হলে পানি-সংকট, হল রুমে টিভির সংকট, চেয়ারের সংকট, ফ্যানের সংকট, পর্যাপ্ত খেলার সরাঞ্জম, শিক্ষার্থী অনুযায়ী ওইফাইয়ের ধীরগতি, ওয়াসরুম এবং হলের কক্ষগুলো অপরিষ্কার, হাউজের পানি অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে ক্যান্টিনে খাবার পরিবেশন ইত্যাদি। এছাড়া কর্মচারীদের দায়িত্ব পালন নিয়েও অভিযোগ করা হয়।
অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে আলাওল হলের প্রভোষ্ট আব্দুল হক একুশে পত্রিকাকে বলেন, আমাদের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগপত্র আমি পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের সমন্ময়ে একটি টিম গঠন করবো। তাদের প্রতিবেদনের ওপর বাজেট বরাদ্দ হলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর সমস্যা অতি শিঘ্রই সমাধান করা হবে।
একুশে/আইএস/এসসি