চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হয়েছে শনিবার।
এবার ৪হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য চূড়ান্তভাবে মোট আবেদন জমা পড়েছে ১লাখ ৩৬হাজার ২শ’ ৪৭টি। গড় হিসেবে আসন প্রতি লড়বে ২৮জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটে মোট ৪ হাজার ৯২৬ সিটের বিপরীতে ১লাখ ৩৬হাজার ২শ’ ৪৭জন আবেদন করেছেন। সে হিসেবে ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৪টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৪৪হাজার ৪৩১জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৩৬জন। ‘বি’ ইউনিটে ১হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছে ৩১হাজার ৭৯০জন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ২৬জন। ‘সি’ ইউনিটে ৪৪২টি আসনের বিপরীতে ১১ হাজার ৪৩৯ জন আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনে লড়বে ২৬জন। ‘ডি’ ইউনিটে ১হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৫৬৮জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৮জন লড়বে।’
তিনি আরো জানান, ‘উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১হাজার ৮৮৪জন। এই উপ-ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১৫জন। আর ‘ডি১’ উপ-ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ২হাজার ১৩৫জন প্রার্থী আবেদন করেছেন। এই উপ-ইউনিটে আসন প্রতি লড়বে ৭১জন।’
হানিফ সিদ্দিকী আরও বলেন, ‘এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অটোমেশন পদ্বতিতে ভর্তি প্রক্রিয়া চলছে। এবছর এক মূহুর্তের জন্যও ভর্তির আবেদন প্রক্রিয়া ব্যাহত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখা সূত্রে জানা যায়, যেসব শিক্ষার্থী অনলাইনে ভর্তি আবেদন করেছে তারা আগামী ১৫ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ৪ইউনিট ও ২টি উপ-ইউনিট এর মাধ্যমে ৯টি অনুষদের অধীনে ৫৩টি বিভাগ/ইনস্টিটিউট(৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে) ৪১৮৯টি সাধারণ ও ৭৩৭টি কোটাসহ সর্বমোট ৪৯২৬টি আসনে অনলাইনে ভর্তি কার্যক্রমের আবেদন শুরু হয়।
এর মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদের ১৩টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট এ সাধারণ আসন ১৩৪৬টি এবং কোটায় ২০৮টি আসনসহ সর্বমোট ১৫৫৪টি আসন, বিজ্ঞান অনুষদে ৫টি বিভাগ ও ১টি ইনস্টিটিউট এ সাধারণ ৫৪৫টি আসন কোটায় ৯৮টিসহ সর্বমোট ৬৪৩টি আসন, ব্যাবসায় প্রশাসন অনুষদে ৬টি বিভাগে সাধারণ ৬৪০টি আসন এবং কোটায় ১১২টি সহ সর্বমোট ৭৫২টি আসন, সমাজ বিজ্ঞান অনুষদে ৯টি বিভাগে সাধারণ ৮১৮টি এবং কোটায় ১৪৩টি সহ সর্বমোট ৯৬১টি আসন, আইন অনুষদে ১টি বিভাগে সাধারণ আসন ৩০টি এবং কোটায় ২২টি সহ সর্বমোট ১৩৭টি আসন, জীববিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে সাধারণ আসন ৪৮৫টি এবং কোটায় ৯২টিসহ সর্বমোট ৫৭৭টি আসন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ২টি বিভাগে সাধারণ আসন ১২০টি এবং কোটায় ২১টি সহ সর্বমোট ১৪১টি। শিক্ষা অনুষদের ১টি বিভাগে সাধারণ ৩০টি আসন এবং কোটায় ১৯টিসহ সর্বমোট ৪৬টি, মেরিন সায়েন্স আ্যান্ড ফিশারিজ অনুষদে ২টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটে সাধারণ ৯০টি এবং কোটায় ২৫টি সহ সর্বমোট ১১৫টি আসন।
একুশে/আইএস/এসএইচ