চট্টগ্রাম : ২১ আগস্টের গণহত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হত্যাকারীদের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে মত প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
তিনি আজ সকাল ১১টায় দক্ষিণ হালিশহরস্থ সিমেন্ট ক্রসিং মোড়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ঘোষিত নাশকতার বিরুদ্ধে ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ডের সতর্ক অবস্থান কর্মসূচী, সমাবেশ ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
তিনি বলেন, ২১ আগস্টের হত্যাকারীদের আজ যারা সহানুভুতি দেখাচ্ছে, উস্কানি এবং আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে সাথে নিয়ে যারা জাতীয় ঐক্য করছে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। এদের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব খুনীরা যাতে কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে সে দিকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্বের শ্রেষ্টতম অর্থনীতির দোরগোড়ায় উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ দিক-নির্দেশনা, গভীর নিষ্ঠা ও সততায় এ অর্জন সম্ভব হয়েছে। এই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে পৃথিবীর উন্নত রাষ্ট্রের সমপর্যায়ে উন্নীত করতে ২০২১ সালের মধ্যে একটি মর্যাদাকর বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের জয় সুনিশ্চিতে কাজ করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা কামরুল হাসান ভুলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শফিউল আলম, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আলম, সাবেক ৩৯নং ওয়ার্ড কমিশনার হাজী মোঃ আসলাম, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, মোঃ আলী, মোঃ হোসেন, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম, মোঃ মহিউদ্দিন, ডাঃ জয়নাল, নগর যুবলীগ নেতা শাকিল হারুন, সমীর মহাজন লিটন, সাদেকুর রহমান সাদেক, ৪০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, ৪১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, ৪০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা তারা, আয়েশা আকতার, সাথী আকতার, আয়েশা আকতার প্রমূখ।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এসএইচ