চলতি মৌসুমে সব মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। স্প্যানিশ লা লিগায় ১১ ম্যাচে মাত্র আট গোল করেছেন তিনি। ২০০৯ সালের পর যা পর্তুগিজ সুপারস্টারের সবচেয়ে বাজে শুরু। গত মৌসুমে তো এই সময় ১৯ গোল করে ফেলেছিলেন তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই তারকা।
তবে আপনি যদি তার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আনেন তবে দেখবেন রোনালদো মোটামুটি ব্যর্থ। বিশেষ করে লিগে ৮ গোলের পাঁচটিই তিনি এক ম্যাচে এসপানিওলের বিপক্ষে করেন। বাকি তিনটি গোল তিন ম্যাচে করেন। আরো সহজ করে বললে, চলতি মৌসুমের ১১ ম্যাচের সাতটিতেই গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন।
আগামী ২১ নভেম্বর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ফর্মে ফেরার জন্য দারুণ এক সুযোগ পেতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ‘ক্লাস’ প্রমাণের জন্য এর চেয়ে আদর্শ ম্যাচ হতে পারে না। তাকে প্রমাণ করতে হবে, ফর্ম হলো ক্ষণস্থায়ী; কিন্তু ক্লাস হলো চিরস্থায়ী।
এল ক্লাসিকোতে রোনালদোর শুরুটা ভালো ছিল না। ওল্ড ট্র্যাঢোর্ড ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর প্রথম এল ক্লাসিকো গোলের জন্য ষষ্ঠ ম্যাচ অবধি অপেক্ষা করতে হয় রোনালদোকে। তবে এরপর বিশ্ব ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিতই গোল করছেন তিনি।
এল ক্লাসিকোর কয়েকটি অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠে ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১১ সালের কোপা ডে রে ফাইনালে রোনালদোর গোলেই রিয়ালের শিরোপা নিশ্চিত হয়। ২০১২ সালে এল ক্লাসিকোতে রোনালদোর সৌজন্যে বার্সাকে হারিয়েই লা লিগা শিরোপা ঘরে তোলে লস ব্লাঙ্কুসরা। এছাড়া ২০১২ সালের স্প্যানিশ সুপার কাপের দুই লেগেই গোল করেন এই পর্তুগিজ তারকা।
বার্সেলোনার বিপক্ষে ২৩টি এল ক্লাসিকোতে ইতোমধ্যেই ১৫ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নিশ্চয়ই সেই সংখ্যাটাকে বাড়িয়ে নেয়ার জন্য মরণ কামড় দিবেন তিনি।