একুশে ডেস্ক : বিএনপির ঘোষিত কর্মসুচির পরিবর্তন করা হয়েছে। দুর্গাপূজার কারণে ঘোষিত এই কর্মসুচির পরিবর্তন।
শনিবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিবর্তিত কর্মসূচির কথা জানান।নয়া এসময় আবদুস সালাম, আবদুল হাই শিকদার, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, হাসান জাফির তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রিজবী বলেন, আমরা কর্মসুচি দিয়েছিলাম কালো পতাকা মিছিল ১৬ অক্টোবর। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার কারণে এই কর্মসূচি পালিত হবে আগামী ২১ অক্টোবর। একই কারণে মহিলা দলের মানববন্ধন যেটি ১৭ অক্টোবর ছিল, তা ২০ অক্টোবর হবে। আর শ্রমিক দলের যেটি ছিল ১৮ অক্টোবর, সেটি তারা করবেন ২২ তারিখ।
২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজার রায়ের পর এই কর্মসুচিগুলো দিয়েছিল বিএনপি।
একুশে/ডেস্ক/এসএইচ