শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মিরসরাই বিএনপির সদস্য সচিবসহ দুইজন কারাগারে

| প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০১৮ | ৭:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: ছাত্র আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিবসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম জয়ন্তি রানীর আদালত এই আদেশ দিয়েছেন বলে চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া জানান।

তারা হলেন- মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব ও ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম ও বিএনপি নেতা জহির উদ্দিন।

পুলিশ কর্মকর্তা বিজন কুমার বড়ুয়া বলেন, ছাত্র আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগের একটি মামলায় জামিনে ছিলেন বিএনপির দুইজন। রোববার নিয়মিত হাজিরা দিতে আসলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এরপর তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।