বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বেলজিয়ামে সিটি করপোরেশনে কাউন্সিলর নির্বাচিত হলেন দুই বাংলাদেশি

| প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০১৮ | ১২:০৪ অপরাহ্ন

মোরশেদ মাহমুদ, বেলজিয়াম : বেলজিয়ামের স্থানীয় সরকার বা সিটি করপোরশেন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের দুই সন্তান মোতাহের হোসেন চৌধুরী ও শায়লা শারমিন।

সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইক্সেলস কমিউন এবং বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর, বন্দরনগরী এন্টরপেনের বুর্গারহাউট থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে যথাক্রমে কাউন্সিলর নির্বাচিত হন মোতাহের ও শারমিন।

মোতাহের হোসেন চৌধুরী ‘এমআর’ পার্টি থেকে এবং শায়লা শারমিন ‘পিবিডিএ’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। শায়লা শারমিন প্রথম কোনো বাঙালি নারী, যিনি সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন।

তাদের এই সাফল্যে বেলজিয়ামের বাঙালি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। বিদেশের মাটিতে মোতাহের ও শারমিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বলে মনে করছেন বেলজিয়াম প্রবাসী বাঙালিরা।

একুশে/এমএম/এটি