চট্টগ্রাম: নগরের পাহাড়তলীতে সিগনাল কলোনি এলাকা থেকে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পু্লিশ। ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাকে আটক করা হয় বলছে পুলিশ।
বু্ধবার (১৭ অক্টোবর) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আসামীর নাম-মো. সোহেল রানা (২২)। সোহেল রানা ভোলা জেলার লালমোহন থানার বালুরচর এলাকার মো. জসিমের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, সিগনাল কলোনি এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি ওয়ান শুটার গানসহ সোহেল রানাকে আটক করা হয়েছে। সোহেল রানা একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একুশে/এসসি