বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১১ উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি

প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০১৮ | ২:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগের উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে।

দুটি পৃথক আদেশে ১১ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রদবদল করল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়।

গত ১৪ অক্টোবর (রোববার) ১০ জন এবং ১৫ অক্টোবর (সোমবার) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ নুরুল আজম নিজামী স্বাক্ষরিত অফিস আদেশে আগামী ২১ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে সংশ্লিষ্টদের নতুন কর্মস্থলে যোগদানের কথা বলা হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে বলে আদেশে জানানো হয়।

নতুন রদবদল অনুযায়ী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমানকে কক্সবাজারের সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতকে খাগড়াছড়ির রামগড়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার অফিসে ন্যস্ত মোহাম্মদ রুহুল আমিনকে চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানকে চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারকে নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার অফিসে ন্যস্ত মোঃ মাহফুজুর রহমানকে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার অফিসে ন্যস্ত এএসএম মোসাকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার অফিসে ন্যস্ত মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনকে কুমিল্লা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

একুশে/এটি