চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীহলের বিভিন্ন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও নথি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা, শামসুন্নাহার ও খালেদা জিয়া ছাত্রীহলে এ তল্লাশি শুরু হয়। রাত ১০টা পর্যন্ত চলে এ তল্লাশি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, তিনটি হলের বেশ কিছু কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বই, বেশ কিছু ডকুমেন্টসহ নানা তথ্য উপাত্ত উদ্ধার করা হয়েছে।