চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, শারদীয়া দুর্গোৎসবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক সরকার।
মহাঅষ্টমীর দিন বিকাল থেকে রাত পর্যন্ত নগরের আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন সুজন।
খোরশেদ আলম সুজন বলেন, সারাদেশে মহা ধুমধামে সাড়ম্বরপূর্ণভাবে শারদীয়া দুর্গোৎসব উদযাপন হচ্ছে এটা আমাদের সবার জন্য আনন্দের। আমরা চাই দেশের সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচারঅনুষ্ঠান পালন করবে। জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছাশক্তির মাধ্যমেই এটা সম্ভব হয়েছে।
খোরশেদ আলম সুজন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন তার পরিপূর্ণ রূপদান করেছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তাঁর শাসনামলে বিগত ১০ বছর ধরে সাম্প্রদায়িক শক্তির উত্থানকে মাথাচাড়া দিয়ে উঠতে দেননি, সেভাবে আগামী দিনেও সাম্প্রদায়িক শক্তির উত্থানকে ঠেকাতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সনাতন সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াছ, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, হাজী মুছা কোম্পানী, হাজী আবুল হাসেম কোম্পানী, হাজী মোঃ জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন, বন্দর থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোরশেদ আলম, আব্দুর রহমান মিয়া, হাজী মোঃ হোসেন কোম্পানী, হাজী হাফেজ ওকার উদ্দিন, আজাদ চৌধুরী, নগর যুবলীগ নেতা সাদেকুর রহমান সাদেক, মোঃ সেলিম, আশীষ কান্তি মুহুরী, মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য সমীর মহাজন লিটন, কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, স্বরূপ দত্ত রাজু, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দত্ত, সাধারণ সম্পাদক রতন দাশ, ডাঃ অঞ্জন দাশ, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাজু মহাজন, সাধারণ সম্পাদক শিতম শীল, মোঃ ইদ্রিস, হাসান মুরাদ, সবুজ দে রতন, বিজন দে, জিকু দে প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এসসি