বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

‘রুমকি দাশ আর সৈয়দা পারুর রক্তের রঙ অভিন্ন’

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৮ | ১:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম : ‘রুমকি দাশ আর সৈয়দা পারুর রক্ত এক ও অভিন্ন। দুজনেরই রক্ত লাল। অসুস্থ সৈয়দার রক্তের প্রয়োজন এ পজিটিভ। রুমকি দাশ গুপ্তের রক্তের গ্রুপ এ পজিটিভ। রুমকি দাশের রক্তে সৈয়দা পারু কি সুস্থ হবে না? এখানে ধর্ম কখনো বাধা হয় না, হতে পারে না। আমরা সবাই মানুষ। সবার উপরে মানুষ সত্য, মানবতা সত্য তাহার উপরে নাই।’

বৃহস্প্রতিবার রাতে নগরের দেওয়ানহাটে শ্রী শ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালীবাড়ি শারদীয় দুর্গোৎসব পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন কাউন্সিলর, নারী নেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম রানু এসব কথা বলেন।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মের উৎসব নয়, এটি এখন সার্বজনিন, বাঙালি উৎসবে পরিণত হয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে শেখ হাসিনা সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে, নির্বিঘ্নে সম্মিলিতভাবে ধর্মীয় উৎসব পালন করছে। এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বিশ্বনন্দিত অসাম্প্রদায়িক চেতনার কারণে।

অনুষ্ঠানে কালীবাড়ি পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বিনোদ বিহারী মজুমদার, প্রফেসার দিলীপ দাশ, জীবন সাহা, সভাপতি তমাল শর্মা চৌধুরী, সহ সভাপতি বিশ্বজিৎ মজুমদার, সাধারণ সম্পাদক সুজন পাল, সাবেক সভাপতি অমল শিকদার ও মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশে/এসসি/এটি