শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আইয়ুব বাচ্চু আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান : পার্থ বড়ুয়া

| প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০১৮ | ৪:১৮ অপরাহ্ন

রাকীব হামিদ, জমিয়াতুল ফালাহ থেকে : ‘ওনি (আইয়ুব বাচ্চু) আমাদের কাছে শিক্ষক ছিলেন। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তারপর আমাদেরকে ঢাকায় নিয়ে গেছেন। প্রফেশনাল মিউজিক করেছি। ওনিই প্রথম সাহস দেখিয়েছিলেন গিটার বাজিয়ে প্রফেশনালি পূর্ণ সম্মান নিয়ে বেঁচে থাকা যায়।’

জমিয়াতুল ফালাহ ময়দানে শ্রদ্ধা নিবেদনকালে এসব অনুভূতির কথা জানান সোলস ব্যান্ডের পার্থ বাড়ুয়া। যিনি সোলস ব্যান্ডে আইয়ুব বাচ্চুর সঙ্গে একসাথে মঞ্চ মাতিয়েছেন। গুরুকে শেষবারের জন্যে বিদায় জানাতে প্রাণের টানে ছুটে ঢাকা থেকে ছুটে এসেছেন পার্থ।

বিকেলে গুরুকে নিয়ে যখন স্মৃতিচারণ করছেন তখন পার্থ বড়ুয়ার চোখেমুখে শোকের আবহ। তার চলার পাথেয় ছিল আইয়ুব বাচ্চু।

তিনি জানান, ওনি যে ধরনের মিউজিশিয়ান ছিলেন সাধারণ দর্শক সেটা খুব বোঝে। হয়ত তার গান শুনে গিটার বাজানো দেখে সবাই তার ভক্ত হয়েছেন। উনি অনেক বড় মাপের মিউজিক ডিরেক্টর ছিলেন।

আইয়ুব বাচ্চুকে বাংলাদেশে ‘পাওয়ার মিউজিকের’ পাইওনিয়ার উল্লেখ করে পার্থ বড়ুয়া বলেন, ওনার গান শুনে কখনো মনে হতো না ইংরেজী গান শুনছি। যত কিছুই হোক শুনে মনে হতো বাংলা গান শুনছি। এমন একজন মিউজিশিয়ান হারিয়েছি যা কখনো পূরণ হবার না। তার স্মৃতি সংগ্রহে সরকার যাতে উদ্যোগী হয় সে ব্যাপারে অনুরোধ জানান তিনি।

পার্থ বলেন, ওনার প্রস্থানটা অনেক আগেই হয়ে গেল। আর কিছুদিন থাকলে আরও অনেক কিছুই দিতে পারতেন তিনি। সবাই দোয়া করবেন আমাদের পথিকৃৎ, এ শিক্ষকের জন্যে। মানুষের ভালোবাসা নিয়ে যাতে ওপাড়ে ভালো থাকেন।

একুশে/আরএইচ/এটি