স্পেন কর্তৃপক্ষ আয়কর সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত চালিয়ে গেলে নেইমার বার্সেলোনা ছাড়তে পারেন বলে কদিন আগে ইঙ্গিত দেন তার বাবা। তবে ব্রাজিলের এই ফরোয়ার্ড পরিষ্কার জানিয়ে দিলেন, কাম্প নউতেই থাকছেন তিনি।
“এখন অনুভব করি-ঘরেই আছি। (কাম্প নউতে) প্রথম বছরটা ছিল শেখার, দ্বিতীয় বছরটা ছিল আরও ভালো। এখন বার্সেলোনা পরিবারে থাকাটা আমি আরও বেশি অনুভব করি।”
“দারুণ একটা বছর কাটছে আমার। গত মৌসুম থেকে আমি নিজের মতো করে খেলছি, সান্তোসে যেমন খেলতাম। আমি খুব খুশি”, যোগ করেন সান্তোস থেকে কাম্প নউতে আসা এই ফরোয়ার্ড।
‘এল ক্লাসিকো’ সামনে রেখে নেইমার রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম গোল করার স্মৃতিও রোমন্হন করেন। স্পেনের দুই বড় দলের ম্যাচে আরও ভালো করতে চান ব্রাজিল অধিনায়ক।
“বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচে খেলার স্বপ্ন সবসময়ই দেখতাম এবং আমি নিজের পরিবার ও বন্ধু-বান্ধবদের সামনে প্রথম গোলটি করেছি (রিয়ালের জালে)। কিন্তু রিয়ালের বিপক্ষে যা করেছি, তার চেয়ে আমি এখন আরও ভালো করার আশা রাখি।”
আগামী শনিবার রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে হবে মৌসুমের প্রথম ক্লাসিকো।