শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ডা. শাহাদাত জামিন নিলেন

| প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০১৮ | ৩:৪২ অপরাহ্ন

ফাইল ছবি

ঢাকা : আদালতে পুলিশের ওপর হামলায় বিএনপির ১৫০ জন কে আসামী করা মামলায় দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও রেজাউল হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

গত ২২ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালতের আদেশে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাংগনে পুলিশের সাথে হাতাহাতিতে জড়ান বিএনপি নেতাকর্মীরা। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনকে লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে ডা. শাহাদাতসহ ১৫০ জনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করে।