ঢাকা: বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশ চুক্তিবদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লির এক পাঁচতারা হোটেলে এই চুক্তিতে সই করেন বাংলাদেশের নৌ পরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ।
এই চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে নদী সংযোগ বাড়িয়ে বাণিজ্য বৃদ্ধির জন্য অভিন্ন নদীর সংস্কারের চেষ্টার বিষয়ে আলোচনা হয়েছে।
তা ছাড়া কলকাতা থেকে ঢাকা হয়ে আসামের গুয়াহাটি ও জোরহাটের মধ্যে নদীপথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি ঠিক হয়েছে, ভারতের চেন্নাই থেকে জাহাজে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত পর্যটকদের নিয়ে যাওয়ার বিষয়টিও।
চুক্তি শেষে দুই দেশই আশাবাদী। দুই সচিবই বলেছেন, এই চুক্তি ও বোঝাপড়া শুধু দ্বিপক্ষীয় সম্পর্ককেই অন্য স্তরে পৌঁছে দেবে না, দুই দেশের অর্থনৈতিক উন্নতিও এর মাধ্যমে ঘটবে। বৃদ্ধি পাবে বাণিজ্য। উপকৃত হবেন সাধারণ মানুষ।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’এর (পিআই ডবলিউটিটি) এই বৈঠক হলো দুই বছর পর।
ভারতের প্রধান আগ্রহ বাংলাদেশের বন্দর ও নদীপথ ব্যবহারের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে পণ্য সরবরাহ, যাতে পরিবহনের খরচ কমে যায়।