বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

শিক্ষার্থীদের টাকা আয়ের কৌশল শেখাবে গুগল

| প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০১৬ | ১০:১৮ অপরাহ্ন

googleবিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গুগলের আধুনিক সব টুলস এবং সেবা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

গুগলের এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হচ্ছে, গুগলের বিভিন্ন সেবা ব্যবহার করে শিক্ষার্থী, প্রাথমিক ডেভলপার, ডিজাইনার এবং ব্লগাররা কিভাবে অর্থ উপার্জন করবে তাই শিখানো হবে এই কার্যক্রমে।

গুগল থেকে আয় করার প্রধান দুটি মাধ্যম হচ্ছে, গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যাডমব। এই দুটি সেবা সম্পর্কেই বেশি গুরুত্ব দেয়া হবে এই কার্যক্রমে। আর এই দুটি সেবাই ওয়েব বা মোবাইলে কনটেন্টের জন্য টাকা আয়ের চমৎকার উপায়।

গুগলের এক দল পেশাদার এবং প্রযুক্তি বিশেষজ্ঞ খুব শিগগির পাকিস্তান পরিদর্শনে আসবে। এখানকার ইন্টারেনেট বিপণনকারী, ডেভলপার এবং ব্লগারদের সঙ্গে কথা বলবেন তারা। কিভাবে প্রযুক্তির উদীয়মান বাজারে সফল হওয়া যায় তারই কৌশল শেখাবে গুগল টিম।

পাকিস্তানে ইন্টেরনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। গুগল টুলসের প্রচারে পাকিস্তানকে এখন ভালো বাজার হিসেবে দেখছে গুগল। সূত্র: ডন নিউজ।