শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আমিরুজ্জামান গুরুতর অসুস্থ

প্রকাশিতঃ ১৯ নভেম্বর ২০১৮ | ১:২৩ পূর্বাহ্ন

মেহেরিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তৃতা করছেন আল্লামা জুনাইদ বাবু নগরী। ডানে মাওলানা আমিরুজ্জামান। এই অনুষ্ঠানে বক্তৃতার শেষপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

চট্টগ্রাম : রাঙ্গুনিয়ার সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আমিরুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার রাতে মেহেরিয়া মাদ্রাসার দুইদিনব্যাপী বার্ষিক মাহফিলে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সুখবিলাস গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে শনিবার রাতে তাকে নগরের প্রবর্তকে শেভরন ভবনে ভারতের বিখ্যাত ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের ফরটিস হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

হার্টের জটিলতা, ডায়বেটিস, উচ্চ রক্তচাপের সঙ্গে তীব্র নিউমোনিয়ার উপসর্গ যুক্ত হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। সেখানে তিনি কার্ডিওলজির সিনিয়র কনসালটেন্ট ডা. সাইফুর রহমান সোহেলের তত্ত্বাবধানে রয়েছেন।

মাওলানা আমিরুজ্জামানের আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

একুশে/এটি