শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবিতে এক শিক্ষার্থীকে কুপিয়েছে ছাত্রলীগ

| প্রকাশিতঃ ২৮ অগাস্ট ২০১৬ | ১০:৩৬ অপরাহ্ন

cu bslচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাকির হোসেন নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সাইন্স এন্ড ফিসারিজ এর সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন মেরিন সাইন্স এন্ড ফিশারিজ ইনস্টিটিউটের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেন রোববার তাঁর মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসেন। পরীক্ষা শেষে তিনি চলে যাওয়ার সময় ১০-১২ জন ছাত্রলীগ কর্মী তাঁকে মারধর এবং কুপিয়ে জখম করে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হাটহাজারি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ খাইরুজ্জামান বলেন, জাকির নামে এক শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, সেখান থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ বলেন, মেরিন সাইন্সের এক শিক্ষার্থীকে মারধর করা হচ্ছে এমন সংবাদ শুনে আমরা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করি। হামলাকারীদের বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।