শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

| প্রকাশিতঃ ২৮ অগাস্ট ২০১৬ | ১১:০৮ অপরাহ্ন

Bangladesh Cricket Board BCBআফগানিস্তানের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। তিনটি খেলাই হবে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ রাতে এক সংবাদ সম্মেলনে পাপন জানান, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয়টি হবে ২৮ সেপ্টেম্বর। আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। যদিও আফগান ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয়টি হবে ২৭ সেপ্টেম্বর। আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।

তবে পাপন জানান, ‘নিজেদের সুবিধার্থে বাংলাদেশ সূচিতে কিছু পরিবর্তন এনেছে।’ আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ বলেন, ‘এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাবো আমরা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিতে আমরা প্রস্তুত।’

একইসঙ্গে সিরিজ আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ জানান তিনি। নাসিমুল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরও বেশি বেশি ‌‌‌ক্রিকেট খেলার ব্যাপারে আমরা আশাবাদী।’