বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

পিএসএলে সাকিবসহ ১০ বাংলাদেশি

| প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০১৫ | ৭:১৩ অপরাহ্ন

psl-logo-innerআইপিএল ও বিপিএলের আদলে পিএসএল বা পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে টি-টোয়েন্টির প্রিমিয়াম টুর্নামেন্টের আয়োজক হচ্ছে তারা। এর আগে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করেছে। পিএসএলের খেলোয়াড় তালিকায় স্থান পেয়েছেন সাকিব আল হাসানসহ ১০জন বাংলাদেশি।

প্লাটিনাম ক্যাটাগরিতে ক্রিস গেইলের মতো তারকাদের সাথে নাম উঠেছে সাকিবের। অর্থাৎ সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারদের তালিকায় থাকবেন সাকিব। প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব ছাড়া আর কোনো বাংলাদেশি নেই।

প্লাটিনাম ক্যাটাগরিতে একজন থাকলেও ডায়মন্ড ক্যাটাগরিতে কোনো বাংলাদেশি নেই। তবে গোল্ড ক্যাটাগরিতে স্থান পেয়েছেন কয়েকজন। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আছেন এই ক্যাটাগরিতে। আরো আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং শাহরিয়ার নাফীস। সিলভার ক্যাটাগরিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও মুমিনুল হক।

আগামী বছরের চার ফেব্রুয়ারি থেকে আরব আমিরাতে আসরটি শুরু হবে। এর আগে এ মাসের ২১ ও ২২ তারিখ খেলোয়াড়দের দলে ভেড়াবে পাঁচটি ফ্রেঞ্চাইজি। টুর্নামেন্টে ক্রিকেটখেলুড়ে বেশির ভাগ দেশের ক্রিকেটার থাকলেও ভারতের কোনো ক্রিকেটার থাকছে না। বিপিএলে খেলার জন্যও কোনো ক্রিকেটারকে ছাড়েনি ভারতীয় বোর্ড।