শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সরকারি ভিজিল্যান্স টিমের সদস্য হলেন আজাদ তালুকদার

| প্রকাশিতঃ ৯ ডিসেম্বর ২০১৮ | ৬:০১ অপরাহ্ন

চট্টগ্রাম : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী চট্টগ্রাম বিভাগের গঠিত ১১ সদস্যের ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্য হয়েছেন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার।

৬ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. আবদুল মান্নানকে আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল আলমকে সদস্য সচিব এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- চট্টগ্রাম ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর (মহানগর) এর পরিচালক আজাদুর রহমান মল্লিক, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মুহাম্মদ আজিজ উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহবুবুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু।

নবগঠিত ভিজিল্যান্স টিম ও অবজারভেশন টিমের অধিভুক্ত এলাকাগুলো হলো- চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১ সংসদীয় আসন। টিমের সদস্যরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে কিনা অথবা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে কিনা বা নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী ব্যয় বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় হচ্ছে কিনা সরেজমিনে পরিদর্শন করবেন।

আচরণবিধি ভঙ্গের কোনো বিষয় নজরে আসামাত্রই নির্বাচনী তদন্ত কমিটিকে জানাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা যাবে। স্থানীয় পরিস্থিতির উপর তিন দিন অন্তর অন্তর পূর্ণাঙ্গ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের কথাও বলা হয়েছে গঠিত কমিটিতে।

প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক আজাদ তালুকদার চট্টগ্রাম বিভাগীয় তথ্যঅধিকার বাস্তবায়ন কমিটির সদস্য, আসন্ন বিজয় দিবস উপলক্ষে দেশের চার কোটি শিক্ষার্থীদের দিয়ে বিজয়ফুল তৈরির লক্ষ্যে গঠিত বিজয়ফুল কমিটির সদস্য এবং বিভাগীয় পর্যায়ে গল্প-কবিতা রচনা প্রতিযোগিতার জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

একুশে/এসসি