শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

দেশে আসছে মোরশেদের মরদেহ , শুক্রবার লালদিঘীতে জানাজা

| প্রকাশিতঃ ১২ ডিসেম্বর ২০১৮ | ১১:০৯ অপরাহ্ন

কোরিয়া প্রতিনিধি : জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের মরদেহ চীনের সাংহাই থেকে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকা হজরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। পরদিন শুক্রবার ভোরে চট্টগ্রামে আনা হবে।

একই দিন জুমার নামাজের পর নগরীর লালদীঘি মাঠে তাঁর জানাজার নামায অনুষ্ঠিত হবে। জানাজাশেষে কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। মোরশেদুল ইসলামের বাল্যবন্ধু ও আত্নীয় মহিউদ্দিন একুশে পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

ব্যবসায়িক কাজে দক্ষিণ কোরিয়া হয়ে চীন যাবার পর গত ৩০ নভেম্বর ২০১৮ চীনের সাংহাই প্রদেশের একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন মোরশেদুল আলম। সেদিনই তার দেশে ফেরার কথা ছিল।

এদিকে মোরশেদুল আলমের জানাজায় অংশ নিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন স্বজন, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন।

একুশে/আরএইচ/এটি