বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

চবিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদুল আযহার ছুটি

প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০১৬ | ৫:৪৪ অপরাহ্ন

চবি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি) ফরহাদ হোসেন খান।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১৫ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে ১৬ ও ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।’

‘তবে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘেষণা করা হলেও প্রশাসনিক কার্যক্রম আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।’ যোগ করেন তিনি।

এদিকে, গত মঙ্গলবার যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেমের ফাঁসির সাজা বহাল রাখায় সংগঠনটির ডাকা হরতালের প্রতিবাদে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চবি ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারন সম্পাদক ফজলে রাব্বী সুজনের নেতৃত্বে মিছিলটি চবির ষ্টেশন চত্বর থেকে বিভিন্ন গুর–ত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।