শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ার তরুণদের প্রথম ভোট নৌকায় দেয়ার আহ্বান শিল্পীদের

| প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০১৮ | ৫:৫৪ অপরাহ্ন

রাকীব হামিদ, রাঙ্গুনিয়া থেকে : রাঙ্গুনিয়ার তরুণ ভোটারদের প্রথম ভোট নৌকায় দিতে বললেন ঢাকা থেকে আসা একঝাঁক তারকাশিল্পী। একই সাথে রাঙ্গুনিয়া আসনে নৌকার প্রার্থী ড. হাছান মাহমুদকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাঙ্গুনিয়ার পোমরা বাজারে তারকা শিল্পীরা পথসভায় এসব কথা বলেন। এসময় প্রিয় শিল্পীদের এক নজর দেখতে ছুটে আসে এলাকার তরুণ-বৃদ্ধ সকলে। হাজার হাজার মানুষের ভীড় সামলিয়ে পথসভায় যেতে শিল্পীদের বহনকারী গাড়ি পৌঁছাতে বেগ পেতে হয়।

পথসভায় সংক্ষিপ্ত বক্তৃতায় চিত্রনায়ক রিয়াজ বলেন, রাস্তায় আসার সময় ব্যাপক উন্নয়ন দেখেছি। এই উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার প্রার্থী হাসান ভাইকে জয়ী করবেন। পাশাপাশি স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে জয়যুক্ত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করবেন।

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, আমাদের ডিজিটাল বানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই স্মার্ট হয়েছেন তাঁর কল্যাণে। তাই তরুণদের প্রথম ভোট নৌকায় হোক।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের নেতৃত্বে শিল্পীদের বহরে রয়েছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, নায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন আহমেদ। রাঙ্গুনিয়া তারকাশিল্পীরা পৌঁছালে তাদের স্বাগত জানান রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার উপ কমিটির সদস্য এস এম আরিফুল ইসলাম, এ এম শাহাদাত হোসেন জুয়েল, এফ এম ইলিয়াস হোসাইন অর্ণব প্রমুখ।

বর্তমানে তারকাদের বহরটি রোয়াজার হাটে পথসভা করছেন।

একুশে/আরএইচ/এটি

ছবি : আকমাল হোসেন