রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আ.লীগকে আবার ক্ষমতায় দেখতে চান চট্টগ্রামের ব্যবসায়ীরা

| প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০১৮ | ৯:২২ অপরাহ্ন


চট্টগ্রাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় দেখতে চান চট্টগ্রামের ব্যবসায়ীরা। দেশের অর্থনীতি, বাণিজ্য, উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ অব্যাহত রাখতে বর্তমান সরকারের পক্ষে তারা ভোট চান।

ব্যবসায়ীরা মনে করছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে স্বীকৃতি পাবে। বিগত দশ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা অর্থনীনৈতিক খাত গুলোর ব্যাপক সফলতা লাভ করেছে।

চট্টগ্রাম চেম্বার পরিচালক ছৈয়দ ছগীর আহমদ এর সভাপতিত্বে রোববার খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেছেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাহবুবুল আলম।

বক্তব্য রাখেন চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি সালামত উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাবেক চেম্বার পরিচালক আলমগীর পারভেজ, খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, হামিদুল্লাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ভ্ইাস প্রেডিডেন্ট আবসার উদ্দিন, চট্টগ্রাম স্টীল আয়রন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকের হোসেন, আমির মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, চাকতাই খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোলেমান বাদশা।