শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

অনির্দিষ্টকালের জন্য থ্রি-জি ফোর-জি নেটওয়ার্ক বন্ধ

| প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর ২০১৮ | ১১:৪০ অপরাহ্ন


ঢাকা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক থ্রি-জি ফোর-জি থেকে টু-জি তে নামিয়ে আনতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সকল মোবাইল অপারেটরদের মোবাইল কল এবং মোবাইল ডাটা (ইন্টারনেট) উভয় ক্ষেত্রে প্রযোজ্য।

সকল মোবাইল অপারেটরদের ফোর-জির ভয়েস কল ও ডেটা এবং থ্রি-জির ভয়েস কল ও ডেটা বন্ধের নির্দেশনা মেনে টুজিতে নামিয়ে আনতে বলা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ডাউন থাকবে বলে জানানো হয়েছে।

এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধুমাত্র টু-জিতে মোবাইল কল এবং মোবাইল ডাটা চালু থাকবে।