চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা ১৪৬ জন শিক্ষার্থীর তালিকা করেছে। এ তালিকায় ছাত্রীরাও আছেন।
এই শিক্ষার্থীরা সর্বনিম্ন দেড় মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আসছেন না।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা জানান, তদন্তের স্বার্থে এসব শিক্ষার্থীর নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ তালিকা এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়নি।