
চট্টগ্রাম: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু বে-ভিউর মোহনা হলে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম ও পরিচালক কামাল মোস্তফা চৌধুরী।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বর্তমান সরকার চট্টগ্রামসহ সারাদেশে বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এই উন্নয়নে তরুণ ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই আজ যারা এখানে তরুণ ব্যবসায়ী আছেন, আপনাদের দেশপ্রেমকে সামনে রেখে কাজ করতে হবে। এটিই আপনাদের কাছে প্রত্যাশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ এবং প্রাক্তন সভাপতি, নবনির্বাচিত সভাপতিকে চেইন পড়িয়ে নতুন কমিটিকে দায়িত্ব হন্তান্তর করেন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্যে দায়িত্ব পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সালেহীন এফ নাহিয়ান, জেসিআই বাংলাদেশ আইপিএনপি ২০১৯ ফায়াজ আতিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টান্যাশনাল চট্টগ্রাম কসপলিটনের নবগঠিত ২০১৯ কার্যকরী বোর্ডের নির্বাচিত প্রেসিডেন্ট অসীম কুমার দাশ, আইপিএলপি মাশফিক আহমেদ রুশাদ, সেক্রেটারি জেনারেল ২০১৯ প্রকৌশলী এস. এম ইশতিয়াক উর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, ভাইস প্রেসিডেন্ট জোবায়ের খান ও আবু বকর সাহেদ, ট্রেজারার রাজু আহম্মেদ, জিএলসি বোরহান উদ্দিন শাহেদ, পরিচালক মোহাম্মদ সেলিম, সাইফ মারুফ, টিপু সুলতান শিকদার, জাসির চৌধুরী, মো. জালাল হোসেন, সুলতানা নাহিদ আদিবা প্রমুখ।