
একুশে ডেস্ক : ইরানে ইসলামি বিপ্লবের ৪০ বছর পূরণ হলো আজ। এ উপলক্ষে সোমবার (১১ ফেব্রুয়ারি) ইরানে পালিত হচ্ছে ইসলামি বিপ্লবের বিজয় দিবস। লাখো-কোটি মানুষের অংশ গ্রহণে দেশজুড়ে চলছে বিজয় দিবসের বিশাল মিছিল ও শোভাযাত্রা। খবর আলজাজিরার।
বিজয় দিবসকে সামনে রেখে স্থানীয় সময় রোববার রাত ৯টায় সারাদেশ প্রকম্পিত হয়ে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে। ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খোমেনীসহ জাতীয় নেতা ও ব্যক্তিত্বরা বিজয় মিছিল ও শোভাযাত্রায় অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে সর্বোচ্চ নেতা খুব শিগগিরই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী দেবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ ওই বাণীতে দিকনির্দেশনামূলক তথ্য থাকবে বলে জানা গেছে। ১৯৭৯ সাল থেকে ইরানে ইসলামি বিপ্লব শুরু হয়।
একুশে/ডেস্ক/এসসি