শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

১৯ সেপ্টেম্বর থেকে বেশি শব্দে টুইট করা যাবে

| প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০১৬ | ১০:৪৪ পূর্বাহ্ন

twitter১৪০ অক্ষরের নিয়ম ভাঙছে টুইটার। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৪০ শব্দের সীমাবদ্ধতা উঠে যাবে টুইটারে, এমনটাই জানিয়েছে প্রযুক্তি খবর প্রচারকারী ওয়েবসাইট দ্য ভার্জ।

যদিও মাত্রাতিরিক্ত শব্দ যোগ করার সেবা এখনই আনছে না এই মাইক্রোব্লগিং সাইট। জানা গেছে, নতুন এই সেবায় ব্যবহারকারীর নাম, লিংক, ভিডিও এবং ছবিগুলোকে অক্ষরের আওতা থেকে বাইরে রাখা হবে। আগে এই বিষয়গুলোকে অক্ষরের আওতাতেই রাখা হত।

আর এই ব্যবহারকারীর নাম, লিংক, ভিডিও এবং ছবি অক্ষর হিসেবে না রাখার জন্যই ব্যবহারকারীরা মনের কথা বলার জন্য পেয়ে যাবেন বেশ কিছু অতিরিক্ত অক্ষর।

এর আগে শোনা গিয়েছিল, মে মাসেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার অক্ষর সংখ্যা বাড়াতে চলেছে। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়নি সেই সময়।

সম্প্রতি টুইটারের সিইও জ্যাক ডরসি বলেছেন, ‘টুইটারে আরও কথোপকথন হবে। এই বিষয়টি নিয়ে উৎসাহিত।’

এতেই থেমে নেই টুইটারে শব্দ চালাচালির গল্প। শোনা যাচ্ছে, পরবর্তী সময় টুইটারে অক্ষর সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করে দেওয়া হবে। যদিও পাকাপাকিভাবে এমন কথা এখনও জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।