মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কেনিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৫

| প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৬:২৮ অপরাহ্ন


নাইরোবী: কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি ছোট্ট বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে কেনিয়ান পাইলট ও চার বিদেশী নাগরিক রয়েছে। পুলিশ বুধবার এ কথা জানায়।

রিফ্ট ভ্যালির পুলিশ প্রধান এডওয়ার্ড মুয়ামবারি জানান, বিমানে পাঁচজন আরোহী ছিল। এদের সকলেই প্রাণ হারায়।

তিনি আরো জানান, চেসনা বিমানটি বিখ্যাত মাসাই মারা থেকে লোডওয়ার পর্যটন কেন্দ্রে যাচ্ছিল।

কেরিচো পুলিশের কমান্ডার জেমস মুগেরা জানান, বিমানে একজন কেনিয়ান পাইলট ও চার বিদেশী ছিল।

দুর্ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের পাঠানো হয়েছে।