
ফাইল ছবি
গাজীপুর : টঙ্গির তুরাগ তীরে রোববার (১৭ ফেব্রুয়ারি) ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দিল্লীর তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা সা’দ কান্ধলভী’র অনুসারিরা এই পর্বে অংশ নিচ্ছেন।
ফজরের পর থেকেই তাবুতে তাবুতে ভাগ হয়ে তাবলীগ জামায়াতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন মুসুল্লিরা। পরে দিল্লির নিজামউদ্দিন মারকাজের শীর্ষ মুরুব্বি মাওলানা ইকবাল হাফিজের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। তার বক্তব্য বাংলায় অনুবাদ করেন কাকরাইল মসজিদের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
সকালে টঙ্গী ও আশাপাশের এলাকায় হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইজতেমায় যোগ দেয়া মুসল্লিরা। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকায় ঠাণ্ডায় বাড়িয়েছে ভোগান্তির মাত্রা।
ইজতেমা ময়দানের নিরাপত্তায় এবারও কাজ করছে পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন সংস্থা। দু-চার গজ পরপরই রয়েছে পুলিশের অবস্থান। ইজতেমার চারপাশে উঁচু ওয়াচ টাওয়ারে র্যাবের সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে। সোমবার আখেরি মোনাজাতের পর আনুষ্ঠানিক সমাপ্তি হবে এবারের বিশ্ব ইজতেমার।
এর আগে, গতকাল শনিবার দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি ও তাবলিগ জামাতের শুরা সদস্য হাফেজ মাওলানা জোবায়ের। যানবাহন চলাচল বন্ধ থাকায় মোনাজাতে শরিক হতে ভোর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা হেঁটেই ইজতেমাস্থলে আসেন।
একুশে/আরএইচ/এটি